প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহাম বলেছে, ‘যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন। এর বাইরে যদি কেউ কিছু বলে, তবে তিনি মিথ্যাবাদী।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোর সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের কোনো উপস্থাপকের কাছ থেকে এমন বক্তব্য সবার নজর কেড়েছে। কারণ, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর কথা বললেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো নির্বাচনে নিজের পরাজয় স্বীকার করেননি। বরং বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনের ফল উল্টে দিতে নানা পরিকল্পনা আঁটছেন তিনি। এ অবস্থায় লরা ইনগ্রাহামের এই বক্তব্য বিশেষ কিছু।
বিজনেস ইনসাইডার ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে লরা ইনগ্রাহাম জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, তা ব্যর্থ হওয়ার সম্ভাবনাই প্রবল।
ফক্স নিউজের ওই অনুষ্ঠানে লরা ইনগ্রাহাম বলেন, ‘গত তিন সপ্তাহ আমরা যেসব ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি, তা খুবই অস্বস্তিকর ও হতাশাজনক। অন্য কিছু ঘটবে বলেই প্রত্যাশা ছিল আমাদের।’ তিনি বলেন, ‘কয়েকটি অঙ্গরাজ্যে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি লড়াই চলছে। ভোট গণনা ও নির্বাচন পর্যবেক্ষণে সংশ্লিষ্টদের প্রবেশযোগ্যতাসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। তবে এটা বলতেই হচ্ছে, আইনি এই লড়াইয়ে নাটকীয় কোনো পরিবর্তন না হলে এবং অভাবনীয় কোনো ঘটনা না ঘটলে আগামী ২০ জানুয়ারি জো বাইডেনই প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন।
গত ৭ নভেম্বর অন্য টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে একসঙ্গেই নির্বাচনে জো বাইডেনের বিজয়ের ঘোষণা দেয় ফক্স নিউজ। কিন্তু তা ছিল শুধু ইলেকটোরাল কলেজের সম্ভাব্য ভোটের বিচারেই। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো সুস্পষ্ট বক্তব্য তারা দেয়নি এত দিন। ওই ঘোষণার দুই সপ্তাহেরও বেশি সময় পর এখন চ্যানেলটির অন্যতম উপস্থাপক লরা ইনগ্রাহামের বক্তব্যে ট্রাম্পের পরাজয় ও বাইডেনের জয় নিয়ে সুস্পষ্ট বক্তব্য এল।
এই বক্তব্যের অর্থ এই নয় যে, আমার দৃষ্টিতে নির্বাচনে কোনো সমস্যাই ছিল না। এর অর্থ এই নয় যে, আমি রক্ষণশীল আন্দোলনে নিজের সম্পৃক্ততাকে অস্বীকার করছি, যার সঙ্গে আমি ২৫ বছরের বেশি সময় ধরে জড়িত। এর অর্থ হচ্ছে, আমি বাস্তবেই বাস করতে চাই
লরা ইনগ্রাহাম, ফক্স নিউজের উপস্থাপক
তবে এই বক্তব্য উপস্থাপনের সময় বেশ সতর্ক ছিলেন লরা। তিনি বলেন, তিনি এখনো নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ জানানোয় প্রেসিডেন্টের অধিকারকে সমর্থন করেন। তবে এসব চ্যালেঞ্জে সফল হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। নিজের দেওয়া বক্তব্যের সাফাই হিসেবে লরা বলেন, ‘এই বক্তব্যের অর্থ এই নয় যে, আমার দৃষ্টিতে নির্বাচনে কোনো সমস্যাই ছিল না। এর অর্থ এই নয় যে, আমি রক্ষণশীল আন্দোলনে নিজের সম্পৃক্ততাকে অস্বীকার করছি, যার সঙ্গে আমি ২৫ বছরের বেশি সময় ধরে জড়িত। এর অর্থ হচ্ছে, আমি বাস্তবেই বাস করতে চাই। যদি আমি আপনাদের এক ভুয়া বাস্তবতার আশা দেখাই, যদি বলি পুরো বিষয়টিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, তবে আমি মিথ্যা বলব।’
লরা ইনগ্রাহাম কিন্তু নির্বাচনে ট্রাম্পের পরাজয় সম্পর্কে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। অধিকাংশ মার্কিন সংবাদমাধ্যম যখন বাইডেনের জয়ের খবর দিতে পারেনি, একটা হাড্ডাহাড্ডি ভোটযুদ্ধের চিত্রই যখন ছিল সবার সামনে, সেই ৬ নভেম্বরেই লরা জানিয়েছিলেন, এবারের নির্বাচনের ফল তাঁদের পক্ষে যাচ্ছে না। তেমনটি হলে ডোনাল্ড ট্রাম্পকে পরাজয় স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।
অবশ্য নির্বাচনের ফল বেসরকারিভাবে ঘোষণার পরও ট্রাম্পের করা ভোট জালিয়াতির ভুয়া অভিযোগের পক্ষে দাঁড়িয়েছিলেন লরা ইনগ্রাহাম। এমনকি এই অভিযোগের পক্ষে তথ্য হাজির করার প্রয়াসে তিনি নাম প্রকাশ না করেই নেভাদার এক কথিত নির্বাচনকর্মীর সাক্ষাৎকার প্রচার করেছিলেন, যা ব্যাপক সমালোচিত হয়।
অবশ্য এখন এই লরা ইনগ্রাহামই আবার বাইডেনের জয় নিয়ে কথা বললেন। ফক্স নিউজের আর কোনো বড় সাংবাদিক এতটা সরাসরি এ নিয়ে কথা বলেননি।