সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

পরিস্কার করে কিছু বললেন না বুবলি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন

চিত্রনায়িকা বুবলি অন্তঃসত্ত্বা এমন খবার গত বছরের শুরুতে ছড়িয়েছিল। কেউ বলেছেন, সন্তান জন্ম দিতে তিনি যুক্তরাষ্ট্র গিয়েছেন। সন্তানের বাবা কে এ নিয়ে বিভিন্ন কথা শোনা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। অনেকে চলচ্চিত্রের একজন শীর্ষ নায়কের সাথে বুবলির বিয়ে এবং সন্তান হওয়ার কথা বলেন। ফলে বিষয়টি অনেকটা রহস্যাবৃত হয়ে পড়ে। প্রায় দশ মাসের বেশি সময় লোকচক্ষুর অন্তরালে থাকা বুবলী সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে শুরু করেছেন। তাকে নিয়ে গুঞ্জণ বিষয়ে বলেছেন, এখন আমি নিজ বাসা উত্তরাতে আছি। চলচ্চিত্র সম্পর্কিত একটি কোর্স করতে গত বছরের ফেব্রুয়ারির শেষের দিকে আমেরিকার নিউ ইয়র্ক গিয়েছিলাম। তিন মাসের কোর্স থাকলেও লকডাউন থাকায় আটকে পড়ি। এজন্য এতদিন আমাকে দেখা যায়নি। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে বুবলী সরাসরি কিছু না বলে বলেন, সময়ের সঙ্গে সবকিছুই পরিষ্কার হবে। আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, কাজের জন্য সবাই আমাদের ভালোবাসেন। তাই আমিও চাই না, ব্যক্তিগত জীবন কাজের চেয়ে বেশি প্রকাশিত হোক। ক্যারিয়ারের শুরু থেকেই আমি এভাবে চলার চেষ্টা করেছি। একতরফা অনেকে অনেক কিছুই শোনা যায়। এটাও ঠিক, আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেকে অনেক কিছু জানতে চান। সেই চাওয়া ও আগ্রহকে অবশ্যই সম্মান করি। তাই বলে কল্পকাহিনী ছড়ানো ঠিক নয়। সবকিছু একটা নির্দিষ্ট সময় পর সবার কাছে পরিষ্কার হয়। বুবলি বলেন, গল্পের পেছনেও অনেক গল্প থাকে, তাই আমরা আপাতত ওসবে কান না দিই। চলচ্চিত্র সংশ্লিষ্টর বলছেন, বুবলির এমন ধোঁয়াশাচ্ছন্ন কথায় তার বিয়ে এবং অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পরিস্কার হয়নি। যদি এই গুঞ্জণের কোনো ভিত্তি না থাকত, তাহলে তিনি সরাসরি তা নাকচ করে দিতে পারতেন। তিনি তা করেননি। এ থেকে বোঝা যায়, বিয়ে হোক আর অন্তঃসত্ত্বা হোক, তার কিছু না কিছু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English