পরীমণি, হেলেনা জাহাঙ্গীরসহ সম্প্রতি গ্রেফতার হওয়া সাতজনের বিরুদ্ধে দায়ের করা ১০ মামলার তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদর দফতরে চিঠি দিয়েছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাবের অভিযানে গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীর, শরফুল হাসান ওরফে মিশু হাসান, মাসুদুল ইসলাম ওরফে জিসান, চিত্রনায়িকা পরীমণি, ম্যানেজার সবুজসহ গ্রেফতার প্রযোজক নজরুল ইসলাম রাজ, পরীমণির কথিত মামা ও সহযোগী আশরাফুল ইসলাম দিপুর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত দায়িত্ব চেয়ে গত রোববার চিঠি দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরের অনুমতি মিললে মামলাগুলো র্যাব দ্রুততা ও গুরুত্বের সঙ্গে তদন্ত করবে।
আলোচিত এই মামলাগুলো বর্তমানে সিআইডি তদন্ত করছে। গ্রেফতার হওয়া আসামিদের সিআইডির হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।