গাইবান্ধার পলাশবাড়ীতে দুই বাসের সংঘর্ষে এক বাসের সহকারী ও একজন ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের রইগ্রাম নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস দুটি হলো এস. এ ট্রাভেলস ও মা রেজিয়া পরিবহন।
নিহতরা হলেন- মা রাজিয়া পরিবহনের সহকারী শাহীন মিয়া এবং অটোভ্যান চালক মিন্টু মিয়া। শহীন মিয়ার বাড়ি গোবিন্দগঞ্জ উপেেজলা বড়দহ এলাকা এবং অটোভ্যান চালক মিন্টু মিয়া পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের দুলা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর গামী এস.এ ট্রাভেলসকে (ঢাকা মেট্টো-ব ১৪-২৬৪০) মা রেজিয়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব ১৫-২৮০৮) পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহিন মিয়া নিহত হন। অপরদিকে দুই বাসের সংঘর্ষে কোমরপুর গামী অটোভ্যান চালক মিন্টু মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুত্বর আহত অবস্থায় তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হলে হাসপাতালে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঘটনাস্থলে বাসের সহকারী নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।