রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে রিমান্ডে শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ।
এর আগে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, গত ৩০ জুলাই আদালত তাদের পল্লবী থানার অস্ত্র মামলায় সাত ও বিস্ফোরক আইনে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২৯ জুলাই রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে।