শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

পাঁচ কার্যদিবসে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৬,৮২২ জনের জামিন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

গত ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত পাঁচ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৫,৪৯৫ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৬,৮২২ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৫০ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে (শিশু আদালতসহ) ভার্চুয়াল শুনানিতে মোট ১,৩৬,৩৯৯টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৬৭,২২৯ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে।

২৩ জুলাই পর্যন্ত ৫০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে মোট জামিন প্রাপ্ত শিশু ৭৫৫। অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে ৭৪৬ জনকে। বর্তমানে ৩টি কেন্দ্রে অবস্থান করছে ৮৭০ জন শিশু। ১২ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত কেন্দ্রে নতুন এসেছে ৫০৮ জন।

গত ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সারাদেশের অধস্তন আদালতে ৪৩১০টি মামলায় আত্মসমর্পণ আবেদন নিষ্পত্তি হয় এবং মোট ১১,৭৯৬ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে এবং ৯৩৮ জন অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English