সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

পাইপের সঙ্গে ধাক্কা লেগে পদ্মায় ডুবল ফেরিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসার পর মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে একটি ডাম্প ফেরির তলা ফেটে যায়। যাত্রী ও যানবাহন বাংলাবাজার ফেরিঘাটে দ্রুত নামিয়ে দেওয়ার পর ফেরিটি ডুবে যায়। সোমবার সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে কাজ চলছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, গতকাল রোববার রাত ১২টার দিকে রাণীগঞ্জ নামে একটি ডাম্প ফেরি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সাতটি বাস ও ২২টি অন্য পরিবহন নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে রওনা করে। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল। ফেরিটি পদ্মা সেতু পার হওয়ার পর ড্রেজার মেশিনের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে পানি ঢুকতে থাকে। ফেরির কর্মীরা লেপ-তোশক ও বালির বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে শ্যালো মেশিন লাগিয়ে পানি অপসারণ করার চেষ্টাও করা হয়। শেষ পর্যন্ত ফেরিটি পদ্মায় তলিয়ে যায়।

বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক (জিএম) খন্দকার মহিউদ্দিন বলেন, চরের কাছে ফেরিটি ডুবেছে। ফলে অন্য ফেরি চলাচলে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। সোমবার সকালে কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হলেও ১০টার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া ফেরিটি উদ্ধারের কাজ চলমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English