রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

পাকিস্তানি গোলায় তিন ভারতীয় সেনা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। আজ শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি চীনের সঙ্গে সীমান্তে ভারতের তীব্র উত্তেজনা দেখা দেয়। এবার পাকিস্তানের সঙ্গে সীমান্তেও ভারতের উত্তেজনা দেখা দিল। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সঙ্গে নতুন করে সৃষ্ট উত্তেজনাকে নাটকীয় ও ব্যাপক বলে বর্ণনা করেছে এনডিটিভি।

ভারতের অভিযোগ, কোনো ধরনের উসকানি ছাড়াই বৃহস্পতিবার পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় হতাহতের ঘটনা ঘটে।

ভারতের ভাষ্য, পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় ভারতীয় দুই সেনা নিহত হয়েছেন কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে। অপর ভারতীয় সেনা নিহত হয়েছেন কাশ্মীরের পুঞ্চ সেক্টরে।

ভারতের দাবি, পাকিস্তানি হামলার উপযুক্ত জবাব তারা দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, ‘আমাদের সেনারা শত্রুপক্ষের হামলার কঠোর জবাব দিয়েছেন।’

ভারতীয় সেনাদের ‘কঠোর জবাবে’ পাকিস্তানি পক্ষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা স্পষ্ট করেনি ভারতীয় সেনাবাহিনী।

অন্যদিকে, পাকিস্তান অভিযোগ করেছে, নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের হামলায় পাকিস্তানের এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাঁর বয়স ৬৫ বছর।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ জানাতে তারা ইসলামাবাদে ভারতের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ বলেন, ভারতশাসিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে বিশ্বের দৃষ্টি অন্য দিকে সরিয়ে নিতে নয়াদিল্লি সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে।

ভারতের ভাষ্য, গত আট মাসে পাকিস্তান তিন হাজারের বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

পাকিস্তানের ভাষ্য, চলতি বছর ভারত প্রায় আড়াই হাজারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English