শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

পাঠাও-উবারের মোটরসাইকেল রাইড শেয়ারিং চালু হয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

করোনার কারণে দীর্ঘ বিরতির পর স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সেবার আওতায় মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

প্রাথমিকভাবে রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত এক হাজার ১৫৬টি মোটরসাইকেলকে এই অনুমতি দেওয়া হয়েছে।

অনুমতিপ্রাপ্ত মোটরসাইকেলগুলো ডিটিসিএ এলাকা, অর্থাৎ ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায় চলাচল করতে পারবে। আগে এই সেবার আওতায় থাকলেও চট্টগ্রামসহ আরো কয়েকটি শহরের জন্য এবার অনুমতি দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে তা রাইড শেয়ারিং সেবাদানকারী সব কম্পানিকে পাঠিয়েছেন বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) লোকমান হোসেন মোল্লা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English