শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

পাবজি’র বিকল্প অক্ষয়ের ‘ফৌজি’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে মিলে ‘ব্যাটল রয়্যাল’ ঘরানার গেম আনছে ভারতীয় প্রতিষ্ঠান এনকোর গেমস। অক্টোবরের শেষ নাগাদ বাজারে চলে আসবে ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড: গার্ডস’ বা ‘ফৌজি’ নামের ভারতীয় ব্যাটল রয়্যাল গেমটি।

এনকোর গেমসের সহ-প্রতিষ্ঠাতা ভিশাল গন্ডাল বলেছেন, ‘কয়েক মাস ধরেই গেমটি নিয়ে কাজ চলছে। গেমের প্রথম ধাপটি গালওয়ান উপত্যকার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।’

জুনে চীনা ও ভারতীয় সেনারা গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়েছিলেন, পরে সেখানে মারা যান ২০ ভারতীয় সৈন্য। ওই জায়গার এক সীমান্ত নিয়েই ভারত ও চীনের দ্বন্দ্ব চলছে। ওই ঘটনার পর থেকেই চীনকে নানাবিধ দিক থেকে চাপে ফেলার চেষ্টা করছে ভারত, বাদ যায়নি তথ্য ও প্রযুক্তিখাতও।

একদম প্রথম ধাপেই টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত, পরবর্তীকালে পাবজি, বাইদুসহ আরও ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে দেশটি। ভারতীয় ভাষায় ‘ফৌজি’ মানে ‘সৈনিক’। এনকোরের ‘ফৌ:জি’ গেমটি ভারতীয় জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করবে। গন্ডাল জানিয়েছেন, মৃত সৈনিকদের পরিবারের জন্য রাষ্ট্রসমর্থিত ট্রাস্টে মোট আয়ের ২০ শতাংশ দেবে এনকোর গেমস।

গন্ডাল আরও জানিয়েছেন, ব্যাটল রয়্যাল গেমটির টাইটেল নামটি এসেছে বলিউড তারকা অক্ষয় কুমারের কাছ থেকে। গেমের ধারণা ও আবহ তৈরিতেও ভূমিকা রেখেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English