মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

পাবনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

পাবনা মধ্য শহরের অনন্ত বাজারে সিএনজি অটোস্ট্যান্ডের চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য বকুল শেখকে (৩২) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বকুল শেখ পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার দুলাল শেখের ছেলে ও দোগাছি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

নিহত বকুলের আত্মীয় আবু বক্কর সিদ্দিক জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার জামায়াত-বিএনপি সমর্থকদের সাথে বকুলের বিরোধ চলছিল। এরই জের ধরে সন্ধ্যায় তারা বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনার সঠিক কারণ উদঘাটনে কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English