শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

পাবনা-৪ উপনির্বাচন : আওয়ামী লীগের একডজন মনোনয়ন প্রত্যাশী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৯১ জন নিউজটি পড়েছেন

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুজনিত কারণে উপনির্বাচনে এবার আওয়ামী লীগ থেকে ডজনখানেক নেতাকর্মী মনোনয়ন প্রত্যাশা করছেন। করোনাভাইরাসের এই মহাদুর্যোগের মধ্যেও জনগণের পাশে না থেকেও অনেকেই মনোনয়ন প্রত্যাশা করে স্থানীয় পত্রিকায় প্রার্থিতা ঘোষণা করেছেন। জনসংযোগসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে কোনো কোনো সময় তাদের গ্রাম ও শহরের চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যাচ্ছে। তবে স্থানীয়ভাবে ঈশ্বরদী-আটঘড়িয়ায় নৌকার মাঝি হতে জনগণের আস্থার প্রতীক হিসেবে ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন প্রয়াত এমপি শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে আওয়ামী লীগ নেতা গালিবুর রহমান শরিফ।

কারণ বাবা শামসুর রহমানের মৃত্যুর পরই করোনা চলমান পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে খাদ্যসামগ্রী নিয়ে দুস্থ ও অসহায়দের দ্বারে দ্বারে ছুটে গিয়েছেন। পূরণ করেছেন বাবা শামসুর রহমানের শূন্যতা। তাই দলীয় নেতাকর্মীসহ দলীয় সমর্থকরাও চাচ্ছেন আসনটির উপনির্বাচনে গালিবুর রহমান শরিফকেই দলীয় মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী।

তবে গালিবের সঙ্গে নৌকা প্রতীক প্রত্যাশায় আরো রয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী রবিউল আলম বুদু সরদার, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল আলিম, ব্যারিস্টার সৈয়দ আলী জিরু।

চলমান পরিস্থিতিতে এসব নেতার পক্ষ থেকেও বিতরণ করা হয়েছে ত্রাণের খাদ্যসামগ্রী। এ ছাড়া মাঠে আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি পাঞ্চাব আলী বিশ্বাস, সাবেক সেনা কর্মকর্তা রবিউল ইসলাম রবি, উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, নায়েব আলী বিশ্বাস, রফিকুল ইসলাম লিটন ও মিজানুর রহমান স্বপন, জালাল উদ্দিন তুহিন, রকি প্রামাণিক, মোহাম্মাদ রশিদুল্লাহ প্রমুখ। আওয়ামী লীগের ঈশ্বরদী-আটঘড়িয়া উপজেলা, পৌর ও ইউনিয়নসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুর পর ঈশ্বরদী ও আটঘড়িয়া আওয়ামী লীগের মধ্যে বেশ কয়েকটি গ্রুপের সৃষ্টি হয়েছে। এসব গ্রুপের নেতৃত্ব প্রদানকারী নেতাদের পক্ষ থেকে জনসমর্থন বাড়াতে গণসংযোগ শুরু করেছেন।

দলীয় অপর সূত্রগুলো মতে আরো জানা যায়, শামসুর রহমান শরিফের মৃত্যুর পর আসনটিতে ঈশ্বরদী-আটঘড়িয়া উপজেলার বিভিন্ন কমিটি ও জনপ্রতিনিধিরা তাঁর ছেলে গালিবুর রহমান শরিফকে সমর্থন জানিয়ে মনোনয়ন দাবি করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বরাবর লিখিত রেজুলেশন পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে। সূত্রগুলোর মতে, আসন্ন উপনির্বাচনে এ আসনে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরিফের পরিবারের পক্ষে ছেলে গালিবুর রহমান শরিফকেই মনোনয়ন প্রদান করা হচ্ছে। এই খবর সবার মুখে মুখে। এ কারণে ইতিমধ্যেই চলমান করোনা পরিস্থিতিতে গালিবের পক্ষে নেতাকর্মী ও সমর্থকরা এলাকার অসহায় দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিরতণ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English