আসন্ন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও পাবনা জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ বুধবার বিকেল ৫টায় শেষ সময় পর্যন্ত তিনজনের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির পাবনা জেলা সদস্য মো: রেজাউল করিম।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবিউল আলম বুদু মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি তা দাখিল করেননি বলে ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস জানিয়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২ সেপ্টেম্বর নমিনেশন পেপার দাখিল, ৩ সেপ্টেম্বর বাছাই এবং ৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ঘোষণা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের ভোট গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল এই আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যু হলে গত ১৩ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।