শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

পারমাণবিক নিরাপত্তা সূচকে পাকিস্তানের অগ্রগতি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

পারমাণবিক নিরাপত্তা সূচকে সবচেয়ে অগ্রসর দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে পাকিস্তানকে।

চলতি বছরে বৈশ্বিক পারমাণবিক উপকরণ নিরাপত্তা নিয়ে জরিপ করেছে যুক্তরাষ্ট্রের একটি দাতব্য সংস্থা।

যাতে সাত পয়েন্টে সার্বিকভাবে সর্বোচ্চ উন্নতি করেছে দক্ষিণ এশিয়ার দেশটি। ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

সর্বমোট ৪৭ পয়েন্টে পাকিস্তান ১৯তম, আর তারপরেই ৪১ পয়েন্ট নিয়ে প্রতিবেশী ভারতের অবস্থান।

ন্যাশনাল থ্রেট ইনিশিয়েটিভের(এনটিআই) পরমাণু নিরাপত্তা সূচক অনুসারে, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ পদক্ষেপে পাকিস্তানের সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। এতে দেশটির ২৫ পয়েন্ট বেড়েছে।

বৈশ্বিক মানের দিক থেকেও ভালো করেছে তারা, যাতে দেশটির এক পয়েন্ট বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ পদক্ষেপে এই অগ্রগতি খুবই তাৎপর্যপূর্ণ। জোরালো আইন ও নীতিমালার কারণে পাকিস্তানের স্কোর বেড়েছে।

এতে তারা টেকসই নিরাপত্তা সুবিধাও পাবে। অভ্যন্তরীণ প্রতিশ্রুতি ও সক্ষমতায়ও পাকিস্তানের স্কোর(৬৭-১০০) বেড়েছে।

১৭৬টি দেশের পরমাণু নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পরিমাপক হচ্ছে এনটিআইয়ের এই নিরাপত্তা সূচক।

পারমাণবিক উপকরণের নিরাপত্তা সূচকে পাকিস্তানের অগ্রগতির তারিফ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক লৌরা ই কেনেডি।

এক টুইটবার্তায় তিনি বলেন, পাকিস্তানের এই উন্নতিকে স্বাগত জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English