রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের স্বাবলম্বী করার উদ্যোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় পায়রা বন্দর মাল্টিপারপাস অফিস বিল্ডিং মিলনায়তনে ‘মডার্ন অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক ছয় মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। দুই শিফটে ক্ষতিগ্রস্ত পরিবারের ৫০ সদস্য প্রশিক্ষণে অংশ নেয়।

এর উদ্বোধন করেন ডরপ’র টিম লিডার জেবা আফরোজ। ডরপ’র ডেপুটি টিমলিডার মাহফুজুল হক মামুনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মো. সাখাওয়াত হোসেন খান, মনিটরিং ও ইভানুয়েশন অফিসার মো. রাশেদুজ্জামান, রি-সেটেলমেন্ট অফিসার গোলাম সরোয়ার টিপু, প্রশিক্ষক সেলিম আহমেদ ও সাংবাদিক অশোক মুখার্জী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রশিক্ষণার্থী শিমুল আখতার ও অহিদুল ইসলাম শাওন। উন্নয়ন সংস্থা ডরপ’র সহযোগিতায় পায়রা বন্দর কর্তৃপক্ষ এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

জেবা আফরোজ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মডার্ন অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে বিভিন্ন দফতরে চাকরি সুবিধা প্রদানই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। আগামী ছয় মাসে মোট ১৪৪ কর্মদিবসে এ প্রশিক্ষণের পাশাপাশি ৫০ জনকে ৭২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English