মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে সোর্স নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

খুলনায় পুলিশের অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৫) নামে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক সোর্স নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরের লবণচরা থানার বান্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত হয়েছেন দুই সোর্স ও একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)।

খুলনা মহানগর ডিবি পুলিশের উপকমিশনার বি এম নুরুজ্জামান জানান, ক্রেতা সেজে মহানগর ডিবি পুলিশের একটি দল কয়েকজন সোর্সসহ বান্দাবাজার এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা কিনতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এসময় আহত হন চারজন। পরে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা শফিকুলকে মৃত ঘোষণা করেন।

ওই মাদক ব্যবসায়ীদের আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English