পুলিশের উপমহাপরিদর্শ (ডিআইজি) পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার (২ সেপ্টম্বর) এ বদলী/পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনানুযায়ী রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরকে এসবি শাখার ডিআইজি, রাজশাহী রেঞ্জেরে ডিআইজি এ কে এম হাফিজ আক্তারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেনকে ডিআইজি রাজশাহী রেঞ্জে ও এসবির ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে রাজশাহীর পুলিশ কমিশনার করা হয়েছে।