রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

পুলিশ হেফাজতে নির্যাতন, দায়ী পুলিশের শাস্তির দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে থানায় পুলিশ হেফাজতে নির্যাতনে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন বন্ধের জোর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক আজ বুধবার (১৪ অক্টোবর) সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটে অভিযুক্ত রায়হান আহমদকে গ্রেপ্তার করে পরিবারকে টাকা ঘুষ দেয়ার জন্য চাপ দেয় এবং ঘুষ না পেয়ে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এটা শুধু সিলেটে নয়, দেশের বিভিন্ন স্থানে অভিযুক্তদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে অকথ্যভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এতে করে অনেকেই মৃত্যু বরণ করে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে যা মানবাধিকার ও গণতান্ত্রিক আইনের শাসনের পরিপন্থি। স্বাধীন দেশে পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না।

নেতৃবৃন্দ রিমান্ডের রামে পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ, হেফাজতে নির্যাতন বন্ধের আইনের সুষ্ঠু প্রয়োগ এবং দায়ী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English