বাংলাদেশী চলচ্চিত্রের সম্ভাবনাময়ী অভিনেত্রী পূজা চেরি। সিনেমা নিয়ে তার যত ভাবনা।
নতুন সিনেমা
পূজা: সম্প্রতি একটি সিনেমার কাজ শুরু করেছি। কিন্তু নামটা বলবো না। কারণ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আপাতত সিনেমা সংশ্লিষ্ট কোনো তথ্য বলতে বা জানাতে নিষেধ করা হয়েছে। এতটুকুই বলবো খুব ভালো একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছি।
এছাড়া পূজা নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। পরিচালক সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাশ’- শিরোনামের একটি নতুন সিনেমায় দেখা যাবে তাকে। এতে পূজার নায়ক হবেন চিত্রনায়ক নিরব।
নতুন বছরে কোন কোন সিনেমা মুক্তি পাচ্ছে
পূজা: এ বছর বেশ কিছু ছবি মুক্তি পাবে। তার মধ্যে ‘শান’, ‘জিন’ আর ‘সাইকো’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছি। এগুলো এ বছরেই মুক্তির সম্ভাবনা রয়েছে। এই সিনেমাগুলো খুব ভালো হয়েছে। প্রতিটিই সুন্দর সুন্দর গল্পে নির্মিত। সিনেমাগুলো মুক্তি পেলে আমার প্রতি দর্শকদের নতুন ধারণা হবে।
শুটিং
পূজা: খুব সুন্দরভাবেই ‘হৃদিতা’র কাজ চলছে। ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় ‘হৃদিতা’ ছবিটির শুটিং চলছে। ধাপে ধাপে সিনেমাটির শুটিং হচ্ছে। চলতি মাসের ৮ তারিখ থেকে এর দ্বিতীয় লটের কাজ শুরু হবে।