বৃহস্পতিবার পৃথক দুই সংঘর্ষে অন্তত চার পাক সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাদের ডেয়া সেক্টরে উস্কানিমূলক যুদ্ধবিরতিতে লাইন অব কন্ট্রোলের এক সেনা নিহত হয়েছে। ভারতীয় সেনাদের এমন হামলার জবাব দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
এছাড়া আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আরও তিন পাক সেনা নিহত হয়েছে।
পাক সেনাদের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে দুই সন্ত্রাসীও নিহত হয়েছে।