রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

পৃথিবী আকৃতির ‘পাগল গ্রহ’ খুঁজে পেলো বিজ্ঞানীরা!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

নতুন এক ‘পাগল গ্রহের’ বা ‘রাফ প্লানেট’-এর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যার আকৃতি পৃথিবীর আকারের সমান।

‘পাগল গ্রহ’ নাম শুনেছেন কি আগে কখনো! এই গ্রহগুলো মহাকাশে নিঃসঙ্গ ভাবে থাকে এবং কোন নক্ষত্রকে পরিভ্রমণ না করে ছায়াপথকে পরিভ্রমণ করে। কোন নক্ষত্রের কক্ষপথে না থাকায় গ্রহগুলোতে কোন আলো পড়ে না বললেই চলে। শুধু তাই না, কোন প্রাণি বাস করার মতো পর্যাপ্ত আলোও নেই এগুলোতে। তাই এদেরকে পৃথিবী থেকে খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য। আমারদের ‘মিল্কওয়ে’ ছায়াপথেই এমন মিলিয়ন, ট্রিলিয়ন নিঃসঙ্গ গ্রহ রয়েছে।

তবে দৃষ্টিগোচর থেকে লুকানো ‘অদৃশ্য’ গ্রহগুলি বিশ্বজগতে ভাসমান ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এমন পাগল গ্রহের খোঁজ আগে পাওয়া গিয়েছিল, তবে নতুন পাওয়া এই গ্রহের ব্যাপারে সবচেয়ে বেশি নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য এবং সব থেকে ছোট ‘রাফ প্লানেট’ ওজিএলএইচ -২০১৬-বিএলজি -১৯২৮ গ্রহটি। এই গ্রহের নাম দেয়া হয়েছে ‘লেনসিং’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English