মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

পেট্রোবাংলা ও বিপিসিতে অনিয়ম: সাড়ে ১৬ কোটি টাকার বেশি ক্ষতি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

বিদ্যুৎ, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা ও বিপিসি এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের ২০০৯-২০১৪ অর্থবছরের হিসাব সম্পর্কিত বার্ষিক অডিট রিপোর্টে ১৬ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার ৯৩০ টাকা তসরুপ বা ক্ষতি হয়েছে বলে আপত্তিতে জানান হয়েছে।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১ তম বৈঠক সূত্রে এ তথ্য জানান হয়েছে। কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আব্দুস শহীদ, র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আবুল কালাম আজাদ এবং মনজুর হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা ও বিপিসি এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের ২০০৯-২০১৪ অর্থবছরের ১৬ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার ৯৩০ টাকা তসরুপের বিষয়ে আলোচনা হয়। এবং এ অর্থ তসরুপের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা এবং ক্ষতি হওয়া অর্থ আদায়ের পরামর্শ দিয়েছে সংসদয়ি কমিটি।

বৈঠক সূত্রে জানা গেছে- কার্য সম্পাদন না করা সত্ত্বেও কার্যাদেশ বাতিল করে ব্যাংক গ্যারান্টি নগদায়নের পরিবর্তে ঠিকাদারকে আনুকূল্য প্রদর্শনকরে অগ্রিম প্রদান করায় প্রতিষ্ঠানের ৫০ লাখ ২৮ হাজার ৯৩৭ টাকা ক্ষতি হয়েছে, যা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে প্রতিষ্ঠানের কর্মচারীগণকে অতিরিক্ত হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ায় প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হয়েছে ৬৯ লাখ ৫ হাজার ৩৭৭ টাকা। বিধি বহির্ভূতভাবে করপোরেট ট্যাক্স আদায়ের আগে মুনাফা হতে কর্মীদের প্রাপ্ত অংশ দেয়ায় আয়কর বাবদ সরকারের রাজস্ব ক্ষতি ৫ কোটি ৭২ লাখ ১২ হাজার ২১৯ টাকা।

বৈঠকে ডেলিভারী রিসিভ ইনভয়েস (ডিআরআই) পরিমান অপেক্ষা মিটার রিডিং (ফ্লো-মিটার) এ অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করায় কোম্পানীর ক্ষতি হয়েছে ৪ কোটি ৮১ লাখ ৮১ হাজার ২২৩ টাকা। মেসার্স মুক্তি সিএনজি ফিলিং স্টেশন কর্তৃক অবৈধভাবে গ্যাস কারচুপির জন্য দায়-দেনা ৪ কোটি ৮৩ লাখ ৬২ হাজার ১৭৪ টাকা অনাদায়জনিত ক্ষতি হয়েছে।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, ডেপুটি কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English