চলতি সপ্তাহেই ব্রোকারেজ হাউসের সঙ্গে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের নগদ লেনদেনের পরিমাণ বাড়িয়ে ১০ লাখ টাকা করার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ তথ্য নিশ্চিত করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
বর্তমানে ব্রোকারেজ হাউসের সঙ্গে বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত নগদ লেনদেন করার সুযোগ পান। নগদ লেনদেনের পরিমাণ বাড়ানোর জন্য অনেকদিন ধরেই ব্রোকারেজ হাউসগুলোর পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে।
এরই অংশ হিসেবে ১৯ আগস্ট ডিবিএর সভাপতি শরীফ আনোয়ার হোসেন এক চিঠি দিয়ে বিনিয়োগকারীদের নগদ লেনদেনের পরিমাণ ১০ লাখ টাকা করার জন্য বিএসইসিকে অনুরোধ করেন। গত সোমবারের সভাতেও বিষয়টি উঠে আসে।
এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ডিবিএর পক্ষ থেকে ব্রোকারেজ হাউসের সঙ্গে বিনিয়োগকারীদের নগদ লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার দাবি জানানো হয়েছে। চলতি সপ্তাহেই আমরা এটি করে দেব।
বৈঠকের বিষয়ে ডিবিএ সভাপতি শরীফ আনোয়ার হোসেন বলেন, কমিশনের সঙ্গে ব্রোকারদের খুবই সৌহার্দপূর্ণ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ব্রোকারদের সঙ্গে এমন সভা হয়নি। সভায় বিএসইসি চেয়ারম্যান পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, বিএসইসির চেয়ারম্যান জানিয়েছেন দুই-একদিনের মধ্যে বিনিয়োগকারীদের নগদ লেনদেনের পরিমাণ ১০ লাখ টাকায় উন্নীত করবেন। এছাড়া ব্রোকারদের যেসব ছোটখাটো সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে তিনি কাজ করবেন।
শরীফ আনোয়ার হোসেন বলেন, যাদের সামর্থ্য আছে, কিন্তু বিনিয়োগের ভালো সুযোগ পাচ্ছেন না, তাদের শেয়ারবাজারে বিনিয়োগে আসার জন্য আহ্বান করেছেন বিএসইসি চেয়ারম্যান।
বিএসইসির সঙ্গে প্রথমবারের মতো ডিএসইর ট্রেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন- বিএসইসির কমিশনার খন্দকার কামালুজ্জামান, ড. শেখ সামছুদ্দিন আহমেদ, ড. মো. মিজানুর রহমান ও মো. আবদুল হালিম। শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রায় ১৮০টি ব্রোকার হাউসের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বলে ডিবিএর পক্ষ থেকে জানানো হয়েছে।