শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

প্রতিবন্ধী বোন ও মাকে নির্যাতন করে খেতে না দেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ এস এম শামীম
  • প্রকাশিতঃ রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪৬ জন নিউজটি পড়েছেন
ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে পুলিশ সদস্যর আত্মহত্যা

বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধী কলেজ ছাত্রী বোন ও মাকে নির্যাতন করে খেতে না দেয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। তাই অনাহারে অর্ধাহারে মানবেতর দিন কাটাচ্ছে তারা। সন্তানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মা রুনু বেগম।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মতলেব মিয়ার স্ত্রী রুনু বেগম। তাঁর দুই ছেলে বাহাউদ্দিন মিয়া, মাঈন উদ্দিন মিয়া ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে ফারহানা জাহান এলিন। ফারহানা জাহান এলিন সে ডাসার শেখ হাসিনা মহিলা কলেজের একাদশ শ্রেণীতে পড়াশুনা করছেন। তাঁর দুই ছেলে বাহাউদ্দিন ও মাঈন উদ্দিন তারা তাঁর বোন ফারহানা জাহান ও মা রুনু বেগমকে কোন খাবার না দিয়ে মাঝে মধ্যে নির্যাতন করে আসছে। এমনকি যে ঘরে তাঁরা থাকে ওই ঘর থেকে বের করে দেওয়ার জন্য ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছেন ছেলেরা।

এ ঘটনায় মতলেব মিয়ার স্ত্রী রুনু বেগম বলেন, করোনার মধ্যে খাবার-দাবার দেয়না ছেলেরা। ঘর বন্ধ করে শারীরিক নির্যাতন করে ছেলেরা। আমার মেয়ে ডাসার শেখ হাসিনা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ফারহানা জাহান এলিন প্রতিবন্ধী হওয়ায় তাকেও নির্যাতন করে তাঁরা। আমার প্রতিবন্ধী মেয়েকেও তাঁরা খেতে দেয়না। মা রুনু বেগম এঘটনার প্রতিকার চেয়ে গত ২৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম’র কাছে লিখিত অভিযোগ দায়ের করছেন। অভিযুক্ত বাহাউদ্দিন ও মাঈন উদ্দিন মিয়া’র সাথে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষকে ডেকে একটি সমাধানের ব্যবস্থা করা হবে। আর সরকারী ভাবে মা ও মেয়েকে যতটুকু সম্ভব সহায়তা করা যায় তাঁর ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English