ইতিহাসে প্রথমবারের মতো আরবের কোনো ক্লাবে যোগ দিলেন ইসরায়েলি ফুটবলার। ইসলায়েলের মিডফিল্ডার দিয়া মোহামেদ সাবা (২৮) সোমবার দুবাইয়ের ফুটবল ক্লাব আল নাসেরে যোগদান করেন। এক টুইটের মাধ্যমে ক্লাবটি এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোড়দার করার মাত্র দুই সপ্তাহের মধ্যেই এই ঘটনায় দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার গতি আরো ত্বরান্বিত করল আরবের গালফ লিগের ক্লাবটি।
আল নাসের ক্লাবের সঙ্গে এই মিডফিল্ডারের চুক্তি হয়েছে দুই বছরের। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চাইনিজ ক্লাব গুয়াংজু আর এন্ড এফ থেকে দুই মৌসুমের জন্য সাবাকে পেতে ২৫ লাখ ইউরো খরচ করেছে আল নাসের।
বিবৃতিতে তারা বলেছে, দিয়া সাবার সঙ্গে চুক্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। আজ সকালে সফলভাবে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হওয়ার পর তার সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে।
ফিলিস্তিনি বংশোদ্ভূত সাবা জন্মগ্রহণ করেছে উত্তর ইসরায়েলে। ২০১২ সালে তিনি যোগ দেন ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবে। ইসরায়েল জতীয় দলের জার্সি গায়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই খেলোয়ার।