সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

প্রথম ব্যক্তি হিসেবে করোনা টিকা নিলেন ব্রিটিশ এই নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

ব্রিটেনে আজ থেকে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। ৯০ বছর বয়সী একজন নারীকে টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

জানা গেছে, ওই নারীর নাম মার্গারেট কেনান। উত্তর আয়ারল্যান্ডের এনিসকিলেন শহরের বাসিন্দা তিনি। ব্রিটেনে অনুমোদিত ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা বিশ্বে সবার আগে আনুষ্ঠানিকভাবে নিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নারী আগামী সপ্তাহে ৯১ বছরে পা দেবেন। ৯১তম জন্মদিনের আগে টিকা পেয়ে ভীষণ খুশি মার্গারেট।

মার্গারেট বলেন, জীবনের সবচেয়ে ভালো জন্মদিনপূর্ব উপহার এই টিকা।

ব্রিটনে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় সে দেশে উৎসবের আমেজ বিরাজ করছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উচ্ছ্বাস প্রকাশ করে সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সে দেশের স্বাস্থ্যমন্ত্রীও এ আহ্বান জানিয়েছেন। যদিও বরিস জনসন বলেছেন, করোনা টিকা কারো জন্য বাধ্যতামূলক নয়।

টিকাদান কর্মসূচির প্রথম ধাপে ৮০ বছরের উর্ধ্বের নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের বেছে নিচ্ছে ব্রিটেন। ৭০টি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English