দীর্ঘ প্রতিক্ষার পর বৃহস্পতিবার শেষ হলো পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ। স্বপ্নপূরণ হতে যাচ্ছে দেশবাসীর। অনেকেই ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন অভিনন্দন। তার মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: আসিফ নজরুল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: আসিফ নজরুল এক স্ট্যাটাসে লিখেন, ‘আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার কিছু জিনিস অপছন্দ করি। কিন্তু পদ্মা সেতু নির্মাণে তার দৃঢ়তা ও সাফল্যে মুগ্ধ আমি। দেশের জন্য অনেক বড় কাজ হলো এটা। অভিনন্দন প্রধানমন্ত্রী আপনাকে।’
এ দিকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেন, ‘স্বপ্ন মানুষ ঘুমিয়েই দেখে, কিন্তু যে স্বপ্ন মানুষ জেগে জেগে দেখে সে স্বপ্ন তাকে আর ঘুমাতে দেয় না। আজ স্বপ্ন পূরণ হলো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।’