রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

‘প্রবল চাপে ইমরান খান’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২৮ জন নিউজটি পড়েছেন

আগামী ৩১ জানুয়ারির মধ্যে ক্ষমতা ছাড়তে বিরোধী জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের (পিডিএম) প্রবল চাপের মুখে প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান-লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব এ কথা বলেছেন।

একইসঙ্গে মরিয়ম জানান, পিডিএম-এর ওপর ফেডারেল সরকারের কোন চাপ নেই।

মরিয়মের ভাষায়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মন্ত্রীরা অযথা চিৎকার চেঁচামেচি করছেন। কেননা পাকিস্তানের জনগণ ইমরান খানকে তাড়াতে বিরোধীদলের পাশে দাঁড়িয়েছে।

মরিয়ম বলেন, আগামী ১৯ জানুয়ারি আইনজীবী, চিকিৎসক, নার্স এবং কৃষকেরা তাদের বাড়ি ছেড়ে পিডিএম-এর বিক্ষোভে যোগ দেবেন। এসময় মরিয়ম বলেন এই সিলেক্টেড সরকারের সময়সীমা ৩১ জানুয়ারি।

পাকিস্তানের প্রধান ১১ বিরোধী দল মিলে গঠিত হয় পিডিএম। ইমরান খানের সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে এই জোট রাস্তায় নামে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English