সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

প্রাণিসম্পদ খাতে ৯শ’ কোটি টাকা প্রণোদনা দিচ্ছে সরকার : মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস মহামারিতে সৃষ্ট বেকারত্ব দূর করতে প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদ খাতে নয় শ’ কোটি টাকা প্রণোদনা দেয়া হবে।

তিনি বলেন, করোনা মহামারিকালে বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড়খাত পোশাক শিল্প ও প্রবাসী আয় বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। বিদেশ থেকে অনেক মানুষ বেকার হয়ে দেশে ফিরেছেন।

মন্ত্রী আরো বলেন, দেশেও অনেকে কাজ হারানোয় বেকারত্ব বেড়েছে। সরকার বেকারত্ব দূর করতে মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদন ও বিপণন প্রক্রিয়ায় বিনিয়োগ করবে।

শ ম রেজাউল শনিবার জেলার উপশহর কাশিপুরে প্রাণিসম্পদ অধিদফতরের অধীন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে ও জেলা প্রাণিসম্পদ দফতরের সহযোগিতায় জেলা ছাগল উন্নয়ন খামার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আব্দুল জব্বার শিকদার ও বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

শ ম রেজাউল বলেন, আমরা বেকারদের সক্ষম করে গড়ে তুলতে চাই, উদ্যোক্তা হিসেবে বেকারদের গড়ে তুলতে চাই, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে চাই। এজন্য মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা মেটানোর সবচেয়ে বড় খাতকে আমরা বড় আকারে বিস্তার ঘটাতে চাই।

মন্ত্রী বলেন, করেনাভাইরাস, আম্ফান, বৃষ্টি ও বন্যার জন্য প্রাণিসম্পদ খাতে প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্তদের নয় শ’কোটি টাকা প্রণোদনা দেয়া হবে। এতোবড় প্রণোদনা দেশের ইতিহাসে এই খাতে এই প্রথম।

তিনি বলেন, ভরাট পুকুরে মাছ চাষ, গবাদি পশু, হাঁস-মুরগী, ছাগল-ভেড়া পালনের জন্য বিনামূল্যে সহযোগিতা ও সহজ শর্তে ঋণ হিসেবে এই প্রণোদনা দেয়া হবে। গ্রামের একটা মানুষও যাতে বেকার না থাকে, সেই লক্ষ্যকে সামনে রেখে এই উদ্যোগ নেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English