শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

প্রেমিকাকে চমক দিতে ২ কি.মি. সড়কে প্রেমপত্র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৫৩ জন নিউজটি পড়েছেন
যেসব কারণে দ্রুত প্রেমে পড়েন না বুদ্ধিমানরা

প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে। কেউ রক্ত দিয়ে প্রেমপত্র লিখেন, কেউবা আবার নিজের শরীরে ফুটিয়ে তোলেন মনের মানুষের মুখ। তবে প্রেমিকাকে সারপ্রাইজ দিতে ভারতের মহারাষ্ট্রের এক ব্যক্তি যা করলেন, তাতে রীতিমত হইচই পড়ে গেছে। প্রেমিকার উদ্দেশ্যে প্রায় ২ কিলোমিটার সড়কজুড়ে প্রেমপত্র লিখেছেন তিনি। খবর জিনিউজের।

জানা গেছে, মহালাষ্ট্রের কোলহাপুর জেলার শিরোল তহসিলের ধরঙ্গুট্টি গ্রামের স্থানীয়রা সম্প্রতি সেই প্রেমপত্র দেখে অবাক হচ্ছেন। বিভিন্নভাবে প্রেমের দৃঢ়তা বোঝাতে রাস্তাজুড়ে নানা কথা লেখা হয়েছে। যার মধ্যে রয়েছে ‘I Love You’ এবং ‘I Miss You’সহ বিভিন্ন কথা।

সাদা অয়েল পেইন্ট ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি তার প্রেমের বার্তাগুলি জয়সিংপুর থেকে ধরঙ্গুট্টি সড়কের প্রায় ২ কিলোমিটার জুড়ে লিখেছেন।

তবে প্রেম প্রকাশের এই অদ্ভুত ধরণের ছবি এবং ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কে এই প্রেমিক তা খুঁজতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English