ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও মো. ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ৬৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
গত ৭ জুন ফরিদপুর শহরের গোলচামত এলাকায় জনৈক সুবল চন্দ্রের বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন স্থান থেকে পুলিশ গ্রেপ্তার করে ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ ৯ জনকে। এর পরই তাঁদের বিরুদ্ধে তদন্তে নামে সরকারের বিভিন্ন সংস্থা।
গত ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় এই দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মামলা করেন সিআইডি পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। মামলায় ওই দুই ভাইয়ের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী, ২০১৫-এর ৪(২) ধারায় মামলাটি করা হয়।