শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ফাইনালে আর্জেন্টিনাকে চান নেইমার

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
বার্সা-নেইমার সমঝোতা

কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রেখেছে ব্রাজিল। ফাইনাল নিশ্চিত হওয়ার পর এখন চূড়ান্ত ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চান পিএসজির তারকা ফুটবলার নেইমার। কোপার দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।

পেরুর বিপক্ষে নূন্যতম (১-০) গোলে জয় পেলেও ফাইনালে পা রাখতে পেরে স্বস্তি নেইমারের। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘ফাইনালে আর্জেন্টিনাকে চাই আমি। আমি তাদের উৎসাহিত করছি। আর্জেন্টিনা দলে আমার অনেক বন্ধু আছে এবং ফাইনালে অবশ্যই ব্রাজিল জিতবে।’

নেইমার ও লিওনেল মেসির বন্ধুত্বের কথা অনেকেই জানেন। বার্সেলোনায় খেলার সময়ে তাদের সম্পর্কের গভীরতা আরও বেশি হয়েছিল। যখনই মাঠে দুই প্রতিদ্বন্দী একে অপরের মুখোমুখি হয়, তখন এই দুই ফুটবলারের বন্ধুত্বের ছবিটা ফুটে ওঠে। আর সেই কারণেই হয়তো কোপার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে বল গড়ানোর আগেই নেইমার জানিয়ে দিলেন তিনি ফাইনালে মেসিদেরই চান।

কলম্বিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামবে মেসির আর্জেন্টিনা। ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা জিতেছে তারা। মোট ১৪বার কোপা ঘরে তুলেছে আলবেলিস্তারা। তবে দীর্ঘ সময়ের পরে ফের কোপায় দখল নিতে চাইবে মেসির দল। অন্যদিকে কলম্বিয়াও মাত্র একবারই কোপার স্বাদ পেয়েছে, ২০০১ সালে তারা এই ট্রফি জিতেছে। দুই দলের মধ্যে যারা জিতবে তারাই পৌঁছে যাবে ফাইনালে। সেখানে নেইমারের ব্রাজিলের মুখোমুখি হবে তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English