রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ফিদেল ক্যাস্ত্রোর দেয়া বাড়িও ম্যারাডোনার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর পর তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের মধ্য বেশ ঝামেলার সৃষ্টি হয়েছিল। ঝামেলার পর কে কত অর্থমূল্য পাবেন, কে মোটেই পাবেন না। সেসব বিষয় অনেক দিন আলোচনায়ও ছিল। উত্তরাধিকারীরা কি জানতেন গণনার বাইরেও আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের সম্পত্তি রয়েছে? হয়তো না, এবার বেরিয়ে এল সেই সম্পত্তির হদিস। জীবদশায় ম্যারাডোনাকে দেয়া ফিদেল ক্যাস্ত্রোর একটি বাড়িও তার অন্তর্ভুক্ত। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিষয়টি জানা গেছে।

এ সম্পর্কে আর্জেন্টাইন আইনজীবী মাউরিসিও ডি’আলেসান্দ্রো জানিয়েছেন, প্রয়াত দিয়াগো ম্যারাডোনার সম্পত্তির মধ্যে হাভানার একটি বাড়িও অন্তর্ভুক্ত হচ্ছে। ডি’আলেসান্দ্রো জানান, ফিদেল কাস্ত্রোর এক ছেলে ফোন করে তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, তার বাবা ম্যারাডোনাকে একটি বাড়ি উপহার দিয়েছিলেন।

এ খবরকে সুখবরই বলা যায় ম্যারাডোনার উত্তরাধিকারীদের জন্য। কেননা, সেই বাড়িতে ম্যারাডোনা অনেক জিনিসও রেখে এসেছিলেন। এটাও ক্যাস্ত্রো পুত্রেরই স্বীকারোক্তি। এ সম্পর্কে ক্যাস্ত্রো পুত্র বলেন, ‘ওই বাড়ির মধ্যে ম্যারাডোনার অনেক জিনিসপত্র রয়েছে। অনেক আগে তিনি নিজেই সেগুলো সেখানে রেখে এসেছিলেন। সে সব জিনিসের মধ্য রয়েছে ম্যারাডোনার ছবি, চিঠি এবং চিত্রকর্ম। ধারণা করা হচ্ছে যা দিয়াগো ম্যারাডোনার আঁকা হতে পারে।’

ক্যাস্ত্রো পুত্রের ইচ্ছা, ম্যারাডোনার সে সব জিনিস যেন সংগ্রহ করা হয়। এ সম্পর্কে ওই আর্জেন্টাইন আইনজীবী এক বিবৃতিতে জানান, ‘তিনি চান হাভানার ওই বাড়ির জিনিসপত্র সংরক্ষণ করা হোক। যাতে ম্যারাডোনার স্মরণে একটি জাদুঘর তৈরি করা যায়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English