সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

ফিলিস্তিন বিষয়ক ইসরায়েলের নীতি অগ্রহণযোগ্য: এরদোয়ান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল যে নীতি অনুসরণ করছে তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ইসরায়েলের নীতি তেল আবিব এবং আঙ্কারার মধ্যকার সম্পর্ক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের এসব কথা বলেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, “ফিলিস্তিন বিষয়ক নীতি হচ্ছে আমাদের রেড লাইন। ইসরায়েল এখন ফিলিস্তিন বিষয়ে যে নীতি অনুসরণ করছে তা আমাদের পক্ষে গ্রহণ করা অসম্ভব। তাদের নির্মম কাজগুলো অগ্রহণযোগ্য।”
এরদোয়ান বলেন, ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তির সঙ্গে তুরস্কের ইস্যু রয়েছে। যদি তুরস্ক নিয়ে তাদের কোনও ইস্যু না থাকতো, তাহলে আমাদের সম্পর্ক অন্যরকম হতো। এরপরই এরদোয়ান বলেন, “আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই।”

চলতি মাসের প্রথম দিকে ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে আংকারার সম্পর্কোন্নয়নের প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

২০১৪ সালে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে স্থানান্তর করা হয়। এর প্রতিবাদ জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেন। ওই সময় আঙ্কারা ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English