রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

ফিলিস্তিন যখন খেজুরের দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

কৃষকের মুখে ফসলের হাসি। আর ফসলটি যদি হয় খেজুর, তাহলে ‘কৃষকের মুখে খেজুরের হাসি’ বলা যেতেই পারে। কারণ ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন চলছে গাছ থেকে খেজুর সংগ্রহের ভরা মৌসুম। প্রতিবছরই এই সময় মোটা অঙ্কের অর্থকরী এ ফসল স্থানীয় কৃষকদের মুখে হাসি ফোটায়।

ফিলিস্তিন মানেই যেন যুদ্ধ। সবাই দেশটিকে এ অর্থেই চেনে। কিন্তু ফিলিস্তিনের অন্য পরিচয় হলো এ দেশে প্রচুর খেজুর উৎপন্ন হয়।

ফিলিস্তিনের মধ্যাঞ্চলীয় শহর দিয়ার আল বালাহ। ঐতিহাসিকভাবেই খেজুর উৎপাদনে শহরটির খুব সুনাম। এ জন্য এর নামও রাখা হয়েছে দিয়ার আল বালাহ। আরবিতে ‘বালাহ’ অর্থ খেজুর। গত ৩০ সেপ্টেম্বর দিয়ার আল বালাহে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে খেজুর সংগ্রহ শুরু হয়েছে।

স্থানীয় একাধিক প্রভাবশালী কৃষকের উপস্থিতিতে ফিলিস্তিনি কৃষিমন্ত্রী ইবরাহিম আল কুদরত বৃহস্পতিবার খেজুর সংগ্রহের উদ্বোধন করেন। এর মাধ্যমে অঞ্চলটিতে খেজুর সংগ্রহের মৌসুম ঘরে ঘরে আলাদা উৎসবের আমেজ নিয়ে হাজির হয়েছে।

কৃষিমন্ত্রীর আশা, এ বছর অন্তত ৯ হাজার টন খেজুর উৎপাদন হবে, যা দেশি বাজারের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হবে।

এর মধ্যে আজওয়া খেজুরের ফলন হবে দেড় হাজার টনের বেশি। তবে করোনা পরিস্থিতির কারণে বিগত বছরের তুলনায় খেজুর উৎপাদন কম হয়েছে।

ইবরাহিম আল কুদরত জানান, গত বছর প্রায় ১২ হাজার টন খেজুর উৎপন্ন হয়েছিল। কিন্তু এ বছর লকডাউনের কারণে কৃষকরা সময়মতো বাগানে এসে গাছের যথাযথ পরিচর্যা করতে পারেনি। তা ছাড়া বৈরী আবহাওয়া, কৃষিপণ্যের সরবরাহ কম থাকা এবং গাজার অর্থনৈতিক অবনতিও খেজুরগাছের পরিচর্যায় প্রভাব ফেলেছে।

তিনি বলেন, ‘দেশে আরো বেশি পরিমাণে আজওয়া খেজুর উৎপাদনে আমরা কৃষকদের উৎসাহ দিচ্ছি। এ জন্য বিদেশ থেকে এজাতীয় খেজুর আমদানিতে গত বছরই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। স্থানীয় অনেক কৃষক খেজুর চাষের পাশাপাশি খেজুরের গুড় ও মধু উৎপাদন করেন, তাঁরা যাতে এগুলো চাষে আরো বেশি আগ্রহী হয়, সে জন্য উৎসাহমূলক বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

আশাবাদ ব্যক্ত করে ইবরাহিম আল কুদরত আরো জানান, ‘আজওয়া খেজুর উৎপাদনে আমরা স্বনির্ভরতা অর্জন করতে চাই। যেন প্রতিবছর বিদেশ থেকে কয়েক হাজার টন আজওয়া আমদানি করতে না হয়। আমরা সেই লক্ষ্যমাত্রা নিয়ে সামনে পথ চলছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English