রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ফুরিয়ে যাননি রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৬৪ জন নিউজটি পড়েছেন
রোনালদো

দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর তাকে ঘিরেই চলছিল সব ধরণের নিন্দা। জুভেন্তাসের বিদায়ের সিংহভাগ দায়ভার তো তাকে দেয়া হচ্ছিলই, এক মহল থেকে বলা হচ্ছিল সামনের গ্রীষ্মে তাকে পানির দামে ছেড়ে দিতে। নিন্দুকদের মুখে কুলুপ এঁটে আরো একবার রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিরি আ’য় কালিয়ারির বিপক্ষে ৩২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ছাড়িয়ে গেলেন কিংবদন্তি পেলের স্বীকৃত গোলের সংখ্যাকেও।

পোর্তোর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর ভক্তদের উদ্দেশ্যে এক বার্তায় রোনালদো লিখেছিলেন, ‘জীবনে কতবার মাটিতে পড়েছেন সেটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কত দ্রুত ও দৃঢ়তার সঙ্গে আপনি উঠে দাঁড়িয়েছেন।’

সেটা যে শুধু মুখের বুলি ছিল না, তা বুঝিয়ে দিলেন রবিবার। এই বার্তা দেয়ার দুইদিনের মাথায় এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর খেলা প্রথম ম্যাচে এদিনে কালিয়ারির বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটের মধ্যে হেড, ডান পা ও বাম পা দিয়ে তিনটি গোল করে করলেন ‘নিখুঁত’ একটি হ্যাটট্রিক। সেখানেই শেষ না। ম্যাচের প্রথম গোলটি করেই যে এই পর্তুগিজ মহাতারকা ছাড়িয়ে গিয়েছিলেন পেলেকে।

ব্রাজিলের হয়ে তিন তিনটি বিশ্বকাপ জেতা পেলের স্বীকৃত গোলের সংখ্যা ৭৬৭টি। হ্যাটট্রিক করে রোনালদো তার স্বীকৃত গোলের সংখ্যা নিয়ে গিয়েছেন ৭৭০-এ। অর্থাৎ, জোসেপ বিকানের মোট গোলসংখ্যা, যা নিয়ে বেশ বিতর্ক রয়েছে, তাকে একপাশে সরিয়ে রাখলে রোনালদোই এখন পেশাদার ফুটবলে সর্বাধিক গোলের মালিক। (চেক ফুটবল এসোসিয়েশনের দাবি বিকান তার ক্যারিয়ারে মোট ৮২১টি গোল করেছেন)।

এই মাইলফলক ভাঙতে পেরে উচ্ছ্বসিত রোনালদো ম্যাচ শেষেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে লিখেছেন, ‘আজ, পেশাদার ফুটবলে আমার ৭৭০তম স্বীকৃত গোলের দেখা পাওয়ার দিনে, প্রথমেই আমি পেলেকে স্মরণ করতে চাই। বিশ্বে এমন কোন ফুটবলারের জন্ম হয়নি যে পেলের খেলা, গোল এবং অর্জনের কথা শুনে বড় হয়নি। আমিও তাদের মতোই একজন। সেজন্য পেলের রেকর্ডকে ভেঙে যে গোলটি আমাকে বিশ্বের সকল গোলদাতাদের মধ্যে সবার উপরে নিয়ে গিয়েছে, সেটিকে স্বীকৃতি দিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। মাদিইরার থেকে বেড়ে উঠার সময় এই বালক কখনোই কল্পনা করেনি এই রেকর্ড ভাঙতে পারবে একদিন।’

রোনালদোর রেকর্ডের রাতে কালিয়ারিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে জুভেন্তাস। এই জয়ে দুইয়ে থাকা এসি মিলানের এক পয়েন্টের ব্যবধানে চলে এসেছে ‘তুরিনের বুড়িরা’। মিলানের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তিনে থাকা রোনালদোরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English