রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

১৫ টাকার গোলাপ মেলেনি পঞ্চাশেও

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০ জন নিউজটি পড়েছেন

দুদিন আগেও যে গোলাপ বিক্রি হয়েছে ১৫ টাকায়, সেই গোলাপ আজ ৫০ টাকায়ও মেলেনি। এছাড়া জারবেরা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, রজনীগন্ধাসহ সব ধরনের ফুলের দাম বেড়েছে।

বসন্ত উৎসবকে কেন্দ্র করে খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শান্তিধাম মোড়ের ফুল মার্কেটে সারাদিন ছিল তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়।

মার্কেটের ব্যবসায়ীরা দিনভর পরিশ্রম করে রাতে তৃপ্তির হাসি নিয়ে বাড়ি ফিরেছেন। দুই উৎসব একই দিন হওয়ায় ব্যবসায় লস বলে জানান অনেক ব্যবসায়ী।

শান্তিধাম মোড়ের ফুল মার্কেটের ব্যবসায়ী শেখ মো. নাসিম (বিয়ের ফুল), মশিউর রহমান (দোলন চাঁপা), স্বপ্নের ঠিকানার মালিক বাবু, রাজনী গন্ধার মাহাতাব উদ্দিন বলেন, ‘যে ধরনের ব্যবসা হওয়ার কথা তা হয়নি।’

কারণ হিসেবে তারা বলেন, ১৩ ফেব্রুয়ারি ১ ফাল্গুন আর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। দুদিনকে কেন্দ্র করেই আমরা সারা বছর অপেক্ষায় থাকি। দুটি উৎসব একই দিনে পড়েছে। কিন্তু দুদিনের বেচাকেনা তো একদিনে হবে না। কারণ এটা ফুলের ব্যবসা। ১ ফাল্গুনের দিন যে পরিমাণ বিক্রি হয়, সেই একই পরিমাণ দুই উৎবের জন্য বিক্রি হলো। ফলে দুদিনের ব্যবসা হলো না।’

মাহাতাব উদ্দিন বলেন, সারাদিনে ৩০-৪০ হাজার টাকার ফুল বিক্রি হয়েছে প্রতিটি দোকানে। দুদিনের উৎসব হলে লাখ টাকার ব্যবসা হতো। কিন্তু যা হয়েছে তাতেই খুশি থাকতে হচ্ছে।

অন্য বছরের তুলনায় এবার সব ফুলের দাম বেশি নেয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তরুণ-তরুণীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English