বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ফেনীতে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

ফেনীতে সফি উল্যাহ (৬০) নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় সোহেল হাওলাদার নামে এক যুববকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে আদালত। রবিবার ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠনো হয়েছে। মামলার অপর আসামি রাব্বি, রনি ও সাকিবের বয়স কম হওয়ায় তাদের বিচার হবে শিশু আদালতে। সফি উল্যাহ ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন।

২০১৯ সালের ২ মে ফেনী শহরের গাজীক্রস রোডের ভাড়া বাসা থেকে সফি উল্যাহর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় দেড় ভরি স্বর্ণ ও নগদ ৫৫ হাজার টাকা লুট করে আসামিরা। প্রতিটি আসামি আদালতে হত্যার দায় ও লুটের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English