শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ভাটিয়াপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিঙ্গাপুর প্রবাসী খুলনা জেলার দীঘলিয়া উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামের ইমদাদুল (২৫), তার বাবা মো. জিয়ারুল (৫৫) ও দুলাভাই সাজ্জাদ মোল্লা (৩৫)। সাজ্জাদের বাড়ি নড়াইল জেলার সিলনপুর গ্রামে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, বুধবার রাতে ইমদাদুল একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকা বিমানবন্দরে এসে নামেন।

তিনি পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকারে করে খুলনা জেলার দীঘলিয়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। তাদের প্রাইভেটকারটি ভোর ৪টার দিকে ভাটিয়াপাড়া ফ্লাইওভারে ওঠার সময় ডিভাউডারের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয়েছেন দুজন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত শামীম সরদার ও আল আমীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাইভেটকার চালানোর সময় চালক ঘুমাচ্ছিলেন। এ কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English