বগুড়ার শেরপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল গফুর ওরফে পুটু ড্রাইভারকে (৫৫) গ্রেফতার করেছে। তিনি ওই গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে।
বগুড়ার শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, বাক প্রতিবন্ধী ওই নারী ২৫ জুলাই বেলা ১১টার দিকে বাড়ির মধ্যে অবস্থান করছিলেন। এ সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না। আর এই সুযোগে প্রতিবন্ধী নারীর বাড়িতে ঢুকে পড়ে পুটু ড্রাইভার। এক পর্যায়ে ওই নারীর মুখ চেপে ধরে তার ঘরের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়।
এরপর ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু ঘটনাটি প্রকাশ হয়ে পড়লে পুটু ড্রাইভার পালিয়ে যায়। পুলিশি অভিযানের এক পর্যায়ে রাববার দুপুরের দিকে পুটু খন্দকারটোলা এলাকাস্থ বাড়িতে আসেন। আর গোপনে এই তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।