শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

বগুড়ায় সবজি বোঝাই ট্রাক থেকে ১০ পিস্তল উদ্ধার, আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

বগুড়ার কাহালু উপজেলার হাগদুবুরা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় একটি সবজি বোঝাই ট্রাক তল্লাশি করে ১০টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে বগুড়ার ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর একটি দল।

বুধবার (২২ জুলাই) বিকালে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু থানার হাগদুবুরা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় একটি ট্রাক তল্লাশি করে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বগুড়ার ৪র্থ আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নওগাঁ জেলার বদলগাছী থেকে সবজি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৬৮০) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে আমর্ড পুলিশ সদস্যরা ট্রাকটি আটক করে। এরপর ট্রাকে সবজির ওপরে বসে থাকা যাত্রী ছোটনকে নামিয়ে তার সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় ট্রাক চালক কাবিল ও হেলপার সেভেনকে আটক করা হয়। আটক ছোটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তিনি দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম নামক স্থান থেকে সবজির ট্রাকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ওঠেন। এসময় এক ব্যক্তি তাকে ট্রাভেল ব্যাগটি দেন এবং বলেন গাজীপুরে এক ব্যক্তি ব্যাগটি তার কাছ থেকে নিবেন।

এপিবিএন জানায়, এ ব্যাপারে বগুড়া জেলার কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English