বগুড়া সদর ও নন্দীগ্রাম থানা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদককারবারিকে গ্রেফতার করেছে। রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে বগুড়া সদর ও নন্দীগ্রাম থানা এলাকায় পৃথক অভিযান চালায় ডিবি পুলিশের টিম। এ সময় নন্দীগ্রাম থানার ওমরপুর গ্রাম থেকে ১০০ পিস ইয়াবাসহ আইনুল হক (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া রোববার বেলা সাড়ে ১১টায় সদর থানার নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুলের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মাহাবুব প্রামাণিক (৪৫), সোহাগ (২৮), সোহান হোসেন ওরফে তুহিন (২০) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর ও নন্দীগ্রাম থানায় পৃথক মামলা করা হয়েছে।