বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে সংগঠনের নবনিযুক্ত সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি আঃ মান্নান হাওলাদার, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, আঃ মতিন রাঢ়ী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বরিশাল জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা মাইনুল হোসেন পারভেজ মৃধা, যুগ্ম সম্পাদক খন্দকার কামাল হোসেন, উপজেলা আ’লীগের দফতর সম্পাদক বাবু পরিতোষ চন্দ্র পাল, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আঃ রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিচুর রহমান সিকদার, ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী, বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা মহিলা লীগের সভাপতি মোসাঃ সেতারা বেগম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া জাহাঙ্গীর নগর ইউপির সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা তারিকুল ইসলাম তারেক, কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান শিকদার, শ্রমীকলীগ সাধারণ সম্পাদক তাওহীদ হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ ইউসুফ আলী খান, সাধারণ সম্পাদক এম আর বাদল বিশ্বাস, কেদারপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলম মাসুম মৃধা, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সম্পাদক জুয়েল মোল্লা, মাধবপাশা ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ স্বপন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফিরোজ সরদার, কালাম জোমাদ্দার, যুবলীগ নেতা আনিচুর রহমান মোল্লা, মোঃ মহসিন প্যাদা, ছাত্রলীগ নেতা মজিদ আল মামুন, ছাত্রলীগ নেতা প্রসেনজিৎ দাস অপু, ওবায়েদুল হক জুয়েল, সৈয়দ জহিরুল হাসান মুরাদ, খন্দকার রাজু আহম্মেদ, আলহাজ্ব মোঃ সোলাইমান হোসেন, তারিকুল ইসলাম নাইমসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।