সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

বছর শুরুতেই অঞ্জনাকে নিয়ে হাজির হচ্ছেন মনির খান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

নতুন বছরের প্রথম দিনই জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান তার গানের জনপ্রিয় চরিত্র অঞ্জনাকে নিয়ে দুইটি গান প্রকাশ করতে যাচ্ছেন। এর আগে চলতি বছরের শুরুতেও ‘অঞ্জনা’কে নিয়ে গান প্রকাশ করেন তিনি। তার ধারবাহিকতায় ২০২১ সালের শুরুতেও প্রকাশ করছেন অঞ্জনাকে নিয়ে গান। আলাপে এ তথ্য জানান মনির খান নিজেই।

গান দুটির লেখার পাশাপাশি সুর মিল্টন খন্দকারের। আর সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়। অঞ্জনাকে নিয়ে গান প্রকাশ সম্পর্কে মনির খান বলেন, ‘অঞ্জনাকে নিয়ে এ পর্যন্ত ৪৩ টি গান প্রকাশিত হয়েছে। আমাকে যারা ভালোবাসেন, আমার গান যারা পছন্দ করেন তারা অঞ্জনাকে নিয়ে গান শুনতে চান। তাদের চাহিদার কারণেই প্রতি বছর শুরুতেই অঞ্জনাকে নিয়ে গান প্রকাশের পরিকল্পনা করি। সে পরিকল্পনা থেকেই এবারও বছরের প্রথম দিন অঞ্জনাকে নিয়ে দুটি গান প্রকাশ করছি।’

গান দুটির মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি চলছে এখন। বছর শুরুর দিনই গান দুটি মনির নিজস্ব ইউটিউব চ্যানেল এমকে মিউজিকে প্রকাশ করা হবে।

এছাড়াও মনির খান এখন ব্যস্ত আছেন নতুন ১০০ নতুন গান প্রকাশ করার পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নিয়ে। এই পরিকল্পা আওতায় ইতোমধ্যে এমকে মিউজিক২৪ চ্যানেলে ১৬টি গান প্রকাশিত হয়েছে। নতুন বছরের প্রতি মাসে পর্যায়ক্রমে দুই তিনটি করে গান প্রকাশ করা হবে বলেও জানালেন মনির খান।

মনির খান দেশের সংগীতাঙ্গনের নন্দিত এক কণ্ঠশিল্পী । কয়েক দশক ধরে শ্রোতাদের গান শুনিয়ে যাচ্ছেন তিনি। কোটি শ্রোতার ভালোবাসার পাশাপাশি জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক স্বীকৃতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English