ঠাকুরগাঁও সদর উপজেলা পৌর এলাকার মুন্সিপাড়া গ্রামে স্ত্রী ফারিহা আক্তার মুমু হত্যার দায়ে স্বামী ইমতিয়াজ হোসেন ডায়মন্ডের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর আসামি ইমতিয়াজের সহযোগী বন্ধু আসাদ হোসেন জেসির যাবজ্জীবন কারাদণ্ডাদে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন।
এদের মধ্যে ইমতিয়াজ হোসেন ডায়মন্ড (৩৮) ঠাকুরগাঁও পৌর এলাকার মুন্সিপাড়া গ্রামের মৃত এস এম আজিমের ছেলে এবং আসাদ হোসেন জেসি (২৮) একই এলাকার কলেজপাড়া গ্রামের নুরল মোমিনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১৩ সালের ৩১ জুলাই ভোরে স্বামী ডায়মন্ড ও তার ঘনিষ্ট বন্ধু আসাদকে নিয়ে স্ত্রী ফারিহাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়। এ ঘটনায় ভিকটিম ফারিহার মা শিল্পী আক্তার বাদী হয়ে ওই বছরের ১ আগস্ট ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা দয়ের করেন।