একইসঙ্গে দুটি ভিডিও কলিং অ্যাপ চালু না রাখার পক্ষে গুগোল। মার্কিন প্রযুক্তি জায়ান্টটি তাদের ভিডিও কলিং অ্যাপ ডুয়ো বন্ধ করে শুধু গুগল মিট অ্যাপটি রাখতে চাচ্ছে তারা।
তবে গুগল ডুয়ো বন্ধের বিষয়টি গুজব কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি গুগল। বর্তমানে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ডুয়ো ভিডিও কলিং অ্যাপটির ব্যবহার বেশি। অপরদিকে, গুগল মিট অ্যাপটি কর্মক্ষেত্রের কাজেই বেশি ব্যবহার হচ্ছে।
গুগলের কমিউনিকেশন সার্ভিসের প্রধান জেভিয়ার সলতেরো একই কাজের জন্য দুটি আলাদা অ্যাপ চালু রাখার প্রয়োজন দেখছেন না। তাই গুগল মিট দিয়েই সবার চাহিদা পূরণের পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। তবে এখনই এ পরিকল্পনার বাস্তবায়ন ঘটবে না।
অন্তত আরও ২ বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে নিয়মিতই আপডেট পাবে গুগল ডুয়ো। ২০১৬ সালে গুগল ডুয়ো চালু করা হয়। অধিকাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রি-ইনস্টলড হিসেবে থাকায় ১০০ কোটি ডাউনলোডের মাইলফলক পার করে অ্যাপটি।