রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

বরিশালে জেএমবির ২ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

বরিশালে অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শনিবার দুপুরে র‌্যাব-৮ এর সদর দফতর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকা থেকে নুরুল ইসলাম অভি (২০) ও কুমিল্লা জেলার মুরাদনগর থেকে আবদুল্লাহ আল মামুনকে (৩২) আটক করা হয়।

আটককৃত আসামি নুরুল ইসলাম অভি উবার এ রাইড শেয়ার করে এবং আবদুল্লাহ আল মামুন এনাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে বলে জানায়।

র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালানোর মাধ্যমে সদস্য সংগ্রহ করতো বলেও প্রাথমিকভাবে স্বীকার করে।

তারা কয়েক বছর ধরে জেএমবি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে জানায় র‌্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English