বরিশালের উজিরপুরে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া হয়েছে ধর্ষণে অভিযুক্ত দুই সহোদরকে। এসময় আহত হয়েছে পুলিশের দুই কর্মকর্তাসহ চারজন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উজিপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের কাকরাধারী গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ওই রাতেই হামলাকারীদের একজনকে গ্রেফতার করলেও ফসকে গেছে অভিযুক্ত দুই সহোদর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার দুপুরে ওই গ্রামের বাসিন্দা এক কলেজছাত্রীকে শ্লীলতাহানী এবং ধর্ষণের চেষ্টা করে দুই সহোদর সুমন রাড়ি ও সুজন রাড়ি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বুধবার উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছত্তার মোল্লা ও তার সহযোগী শাহআলম সরদার ওই ঘটনায় শিক্ষার্থীর পরিবারকে চাপ দিয়ে সালিস মীমাংসাায় বসে। শিক্ষার্থীদের পরিবারের দেওয়া খবরে পুলিশ সেখানে গিয়ে দুই সহোদরকে গ্রেফতার করে থানায় নেয়ার সময় তাদের ওপর হামলায় চালায় সালিশে থাকা অভিযুক্তদের লোকজন। তারা এ সময় অভিযুক্তদের ছিনিয়ে নেয়। হামলায় পুলিশের এসআই নিজামুদ্দিন ও এএসআই নুরুল ইসলামসহ স্থানীয় আরও দুইজন আহত হয়। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রুবেল নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শিক্ষার্থীর পরিবারের নিরাপত্তাও বাড়ানোর কথা জানান ওসি।