বরিশাল ভার্চুয়াল আদালত থেকে ৩৩ জনের জামিন হয়েছে। বরিশালের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম ৮ জনকে জামিন দেন। আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামাণিক জামিন দেন ২৫ জনকে।
বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বড় পেশকার হেদায়েত উল্লাহ নবী ওরফে জাকির জানান, রোববার জেলা ও দায়রা জজ ৮ জনকে জামিন দিয়েছেন।
অপর দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামাণিক ২৫ জনকে জামিন দেন।
ওই আদালতের নাজির মো. কামরুল জানান, রোববার বিভিন্ন মামলায় ২৫ জন আসামি জামিনের আবেদন করলে বিচারক ২৫ জনকেই জামিন দেন।