শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্যদের সাথে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিতদের ফুলের শুভেচ্ছা জানান এনপিপি’র নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান হোসেন মন্টু ও সাধারন সম্পাদক কাজী মিরাজসহ সকলকে ফুলের শুভেচ্ছা জানান। এর পূর্বে বরিশাল মহানগর এনপিপির সভাপতি এবিএম মাসুদ করিমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন এনপিপি’র চেয়ারম্যান শেখ ছালা উদ্দিন ছালু। সভায় বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কাজী মিরাজ, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, এমএম আমজাদ হোসেন, কাজী আল মামুন, গোপাল সরকার ও এম মোফাজ্জেলসহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন এনপিপি’র মহাসচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল, প্রেসিডিয়াম সদস্য আনিছুর রহমান দেওয়ান, প্রেসিডিয়াম সদস্য সেলিম তালুকদার, যুগ্ম মহাসচিব এমদাদুল হক রানা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহেব আলী হাওলাদার রনি, মহানগরের সাধারন সম্পাদক মেহেদী হাসান, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াউদ্দিন রিয়াদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জিয়াউর রহমান হিরা, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আল আমিন, কেন্দ্রীয় সহ সমবায় বিষয়ক সম্পাদক আশ্রাব হোসেন সাজ্জাদ, পিরোজপুর জেলার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ঝালকাঠি জেলার সহ-সভাপতি মুস্তাইন হোসেন, ঝালকাঠি জেলার সদস্য সচিব ফোরকান হোসেন, দুমকি উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।